আজ ১৪ই এপ্রিল ২০২২। ১লা বৈশাখ ১৪২৯। বৈশাখ মাসের প্রথম দিন। শুভ বাংলা নববর্ষ।
পুরােনাে বছরের সমস্ত গ্লানি মুছে পাওয়া না পাওয়ার হিসেবে চুকিয়ে আসে আজকের এই দিন – পহেলা বৈশাখ। দিনটি আমাদের বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, “প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দীন, একাকী, কিন্ত উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয় বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ।” বাঙালির কাছে পহেলা বৈশাখ মানেই হলো এক মহান উৎসব।বাংলাদেশ যতগুলো অসম্প্রদায়িক উৎসব পালন করে তার মধ্যে পহেলা বৈশাখ অন্যতম। প্রতিবছর যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়ে থাকে। এই উৎসবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলিম সহ সকল ধর্মের মানুষ শামিল হয়ে উৎসবেকে বৈশিষ্ট মন্ডিত ও মুখরিত করে।
এই উৎসবের দিনটি মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয়। এছাড়া মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল “শুভ নববর্ষ”। ২০১৬ সালে, ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে “মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে ঘোষণা করে যা বাঙালি হিসাবে আমাদের বড় পাওয়া।
শহরের মত গ্রামেও বসে বৈশাখী মেলা। পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠনগুলাে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । প্রত্যেকেই বাংলা বছরের প্রথম দিনটি সুন্দরভাবে অতিবাহিত করে। এদিন প্রায় সমস্ত দোকানপাট নতুন রঙে সেজে ওঠে। দোকানে দোকানে মিষ্টি বিতরণ করে নতুন হালখাতা চালু করা হয়। পুরাতন হিসাব চুকিয়ে খােলা হয় নতুন হিসাবের খাতা।
আমরা এএফ আইটি লিমিটেড বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখে সকল বাঙালিকে জানাই নববর্ষের শুভেচ্ছা। এছাড়া আমরা বাঙালির ঐতিহ্যকে বুকে ধারণ করি এবং এই ঐতিহ্যকে রক্ষায় ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছি। এই লক্ষে আমরা বিশুদ্ধ বাংলা ভাষায় বিভিন্ন ব্যাবসায়িক সফটওয়্যার, ই – পেপার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওয়েব সাইট ইত্যাদি তৈরী করে থাকি।
আমরা বাঙালি তাই পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। নতুন বছরের প্রথম দিনে, আগামী দিনগুলােকে আরো সুন্দরতর ও আনন্দময় করে তােলার স্বপ্ন নিয়েই আমরা বাংলা নববর্ষের উৎসব পালন করে থাকি। বাঙালি জাতির বাংলার এই পুরােনাে সংস্কৃতিকে যথাযথভাবে পালনে আমাদের আরও সচেতন হওয়া উচিত। আসুন এ লক্ষে আমরা একযোগে কাজ করি এবং বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলো ও বাংলা ভাষার সর্বাধিক চর্চা নিশ্চিত করি।

