আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি

আমার-ভাইয়ের-রক্তে-রাঙানো-একুশে-ফেব্রুয়ারী,-আমি-কি-ভুলিতে-পারি

একুশ মানে বাংলা ভাষা। একুশ মানে বাঙালি জাতির অহংকার। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে নির্যাতিত বর্ণমালার মুক্তির দাবিতে রক্তাক্ত রাজপথ।

আজ ২১শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দিনটি যেমন আমাদের জন্য চরম শোক ও বেদনার তেমনি অহংকার ও বাংলা ভাষার  অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আজ থেকে 70 বছর আগে এই দিনে আমাদের মায়ের ভাষা বাংলার সন্মান রক্ষার দাবিতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ১৯৫২র একুশে ফেব্রুয়ারির এইদিনে রক্তে রাজপথ রাঙানো অকুতোভয়  ভাষা শহীদরা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার – মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার দিয়ে গেছেন।

প্রাণের ভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা প্রতিটি শহীদকে অন্তরের অন্তস্থল থেকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। 

আমরা এএফ আইটি লিমিটেড ভাষা শহীদদের ত্যাগকে অন্তরে ধারণ করি এবং মাতৃভাষা বাংলার সম্মানকে আরো বাড়াতে ও পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে আমরা শুদ্ধ বাংলা ভাষায় বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যার, ই – পেপার, ই -কমার্স সাইট তৈরি করে থাকি।